
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
১৪ মে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. ইমরোজ হাসান জানান, ওই ব্যক্তি ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনের ইঞ্জিনে বসা ছিলেন। হঠাৎ ট্রেনের ইঞ্জিন থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তিনি নারায়ণগঞ্জে ফতুল্লা এলাকায় থাকতেন বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]