
গাইবান্ধার সাদুল্লাপুর হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মনি বেগম (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (১৩ মে) উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মীরপুর গ্রামের সফিকুল ইসলাম ঠাণ্ডার স্ত্রী।
সাদুল্লাপুর খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসয় মনি বেগমের স্বামী সফিকুল ইসলাম ঠাণ্ডার হেফাজত থাকা এক গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়েছে। একইসঙ্গে মনি বেগমকে গ্রেফতার করা হয়।
ওসি আরও বলেন, গ্রেফতার মনি বেগমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। ইতোপূর্বেও তার বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]