বিরামপুরে এক মাদ্রাসার সবাই ফেল
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১৮:১২
বিরামপুরে এক মাদ্রাসার সবাই ফেল
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রবিবার (১২ মে) সারাদেশে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী দিনাজপুরের বিরামপুর উপজেলার খয়েরবাড়ি মির্জাপুর দাখিল মাদ্রাসা থেকে কেউ পাস করেনি।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে, বিরামপুর উপজেলায় ৬টি কেন্দ্রের ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৭ শত ৫৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২২টি, স্কুল ৩৪টি ও ১টি ভোকেশনাল। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৬০ জন পরীক্ষার্থী এবং ফেল করেছে ৬ শত ৯৬ জন পরীক্ষার্থী।


এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর দাখিল মাদ্রাসার কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।


জানা যায়, খয়েরবাড়ি মির্জাপুর দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ২৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪ জন ছেলে ও ২০ জন মেয়ে। পরীক্ষা চলাকালীন ইংরেজি পরীক্ষার দিন বহিষ্কার হয় একজন। তবে, বাকি ২৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেও কেউ পাশ করতে পারেনি।


এ বিষয়ে খয়েরবাড়ি মির্জাপুর দাখিল মাদ্রাসার সুপার আ. রশীদ এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে ওই প্রতিষ্ঠানের সহকারী সুপার আ. লতিফ জানান, অত্র মাদ্রাসার ফলাফল খারাপ হওয়ায় আমি আতঙ্কিত।


তিনি আরও জানান, ২০১৬ সালে খয়েরবাড়ি মির্জাপুর দাখিল মাদ্রাসায় বর্তমান সুপার আ. রশীদ যোগদান করেন। প্রতিবছর ভালো ফলাফল হয়েছে। কিন্তু এবারই পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে।


এদিকে এলাকাবাসীর অভিযোগ মাদ্রাসায় শিক্ষকদের গ্রুপিং ও অবহেলার কারণে থমকে গেছে পড়ালেখার মান।


মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার্থী মুর্শিদা নাশিদ নুহা বলেন, আমি সহ ২৪ জন পরীক্ষার্থী সকলে বিজ্ঞান বিভাগ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করি। আমি আশাবাদী আমার ফলাফল ৪.৫ এর বেশি হবে। কিন্তু, দুর্ভাগ্যের বিষয় কেন এমন ফলাফল হলো তা মেনে নিতে আমার খুবই কষ্ট হচ্ছে।


মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আনিছুর রহমান জানান, আমাদের মাদ্রাসা একসময় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ছিল। কিন্তু, কেন এমন ফলাফল হলো তা মেনে নিতে পারছি না। তবে আগামীতে কেমনে ভালো ফলাফল করা যায় সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।


বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল জানান, খয়েরবাড়ি মির্জাপুর দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফল কেন এমন হলো? এ বিষয়ে উক্ত প্রতিষ্ঠানকে শোকজ করা হবে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


বিবার্তা/রববানী/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com