
গোপালগঞ্জে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে নিরাপদ খাদ্যবিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে, সোমবার গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ডক্টর মো: শোয়েব।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে কর্মশালায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম ও গোপালগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নি খাতুন বক্তব্য রাখেন।
কর্মশালায় জনপ্রতিনিধি, হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী, খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বিবার্তা/সঞ্জয়/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]