
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলে সবচেয়ে পিছিয়ে রয়েছে সিলেট বোর্ডের শিক্ষার্থীরা। গত বছরের তুলনায়ও এবার খারাপ করেছে বোর্ডটির শিক্ষার্থীরা। বোর্ডটিতে এবার পাস কমেছে ৫ দশমিক ১৭ শতাংশ। আর জিপিএ কমেছে ৫৮৫টি।
১২ মে, রবিবার সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে পাওয়া ফলাফল ও গত বছরের ফল বিশ্লেষণ করে এই চিত্র দেখা যায়।
ফলাফলে দেখা যায়, সিলেটে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৮৩ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯২০ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ০৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৫০৫ জন।
এবছর সিলেট বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৭৩ জন। এরমধ্যে পাস করেছে ৮০ হাজার জন। এ বছর পাসের হার ৮৩ দশমিক ৮৮ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ০৫ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে ৫ দশমিক ১৭ শতাংশ।
এ বছর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯২০ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৫০৫জন। এবছর জিপিএ-৫ কমেছে ৫৮৫টি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]