
কিশোরগঞ্জের বাজিতপুরে ৭১০ লিটার চোলাই মদসহ এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার (১১ মে) উপজেলা দিঘিরপাড় ইউনিয়নের শাহপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ডালিম মিয়া (২৮) একই এলাকার মো. খুর্শিদ মিয়ার ছেলে। তিনি দিঘিরপাড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বাজিতপুরের শাহপুর এলাকায় অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদ সদস্য ডালিম মিয়াকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আসামি ডালিম মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহপুর চেঙ্গাহাটিতে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৭১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, এ ঘটনায় জড়িত আরও ২ আসামি পলাতক রয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধ বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]