
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। বিকেল পৌনে ৫টা পর্যন্ত যে খবর পাওয়া গেছে তাতে জানা যায় সংঘর্ষ চলছে।
৯ মে, বৃহস্পতিবোর অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, বদি মিয়া ও সোহেল মিয়ার মধ্যে পূর্বশত্রুতা ও আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। আজ বৃহস্পতিবার (৯ মে) দুপুর ২টায় সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এক পক্ষেরই ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৫০ জন।
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষ এখনো চলছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]