
হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎপৃষ্ট হয়ে রত্না গোয়ালা (২১) নামে এক চা শ্রমিক মারা গেছেন। নিহত রত্না ফয়জাবাদ চা বাগানের বাদাম টিলা এলাকার হাবরু ঘোয়ালার মেয়ে।
৯ মে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বসত ঘরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাহুবল মডেল থানার উপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বসত ঘরে রত্না গোয়ালা বিদ্যুতের সুইচ দিতে যান। এসময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে। এছাড়া ময়না তদন্ত ছাড়া লাশ সমাধি করার জন্য পরিবারের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]