মানিকছড়িতে ৪ জাল ভোটার আটক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ১৫:৩৩
মানিকছড়িতে ৪ জাল ভোটার আটক
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে মানিকছড়িতে বিভিন্ন কেন্দ্র জাল ভোটারের ছড়াছড়ি দেখা যায়।


সকালে নারী ও পুরুষ ভোটারের ভিড় দেখা গেলেও ভোট কেন্দ্রে দুপুরের পর কেন্দ্র ফাঁকা হতে শুরু করে। দুপুর ২টা নাগাদ কাস্টিং হয়েছে ৪৫.৪৬ শতাংশ।


এদিকে জাল ভোট প্রদানে সহায়তা ও জাল ভোট দেওয়ার অপরাধ ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা ও নগদ ১৫ হাজার অর্থ জব্দ করেছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মোস্তফা ।


অভিযুক্তরা হলেন, উপজেলার গভামারা এলাকার মো. সম্রাট (১৮), মো. ইউসুফ আলী(৩৩) ও তিনটহরী মাস্টার পাড়ার মো. রানা (২২)। এ রিপাের্ট লেখা পর্যন্ত জাল ভোট দেয়ার দায়ে ৪জন আটক হয়েছে বলে জানা গেছে।


উপজেলার ২১ কেন্দ্রের ১৪১ বুথে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে প্রশ্নবিদ্ধ হতে শুরু করে জাল ভােটাররা। এছাড়া ভােটারদের বিভিন্ন ধরনের ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।


এদিকে সকালে নারী ভোটারের উপস্থিতি বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারও বাড়তে থাকে । তবে দুপুরের পর প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কমে যায়।


উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন ।


বিবার্তা/আল-মামুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com