
পঞ্চগড়ের চাওয়াই নদীতে গোসল করতে গিয়ে আলমি আক্তার (১২) ও ইশরাত জাহান সিফাত (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
২৬ এপ্রিল, শুক্রবার দুপুরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চৈতন্য পাড়া গ্রামের পাশে চাওয়াই নদীতে এ ঘটনা ঘটে।
আলমি আক্তার চৈতন্য পাড়া গ্রামের আব্দুল আজিজের মেয়ে ও ইশরাত জাহান একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সম্পর্কে তারা ফুফু-ভাতিজি।
বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে আলমি আক্তার ও ইশরাত জাহান চাওয়াই নদীতে গোসল করতে যায়। গোসলে নেমে একপর্যায়ে ইশরাত জাহান ডুবে যান। এ সময় তাকে উদ্ধার করতে গেলে আলমি আক্তারও ডুবে যায়। সেটি তীরে থাকা শিশুরা দেখতে পেয়ে বাড়িতে খবর দিলে পরিবার ও স্থানীয় লোকজন নদীতে নেমে তাদের দুজনের মৃতদেহ উদ্ধার করেন।
অমরখানা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু বলেন, দুপুরে নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বলেন, চাওয়াই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]