
কক্সবাজার টেকনাফে অপহরণ চক্রের প্রধান আসামিকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
২৫ এপ্রিল, বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দেলোয়ার হোসেন প্রকাশ ওরফে দেলু ডাকাত (২৬) টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকার বাসিন্দা মৃত আলী হোসেন প্রকাশ পেটুর ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউপির শীলখালী এলাকার মুরার বাসায় অভিযান চালিয়ে দেলু ডাকাতকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত দেলু বিভিন্ন অপহরণের সাথে সরাসরি জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং অপহরণ চক্রের সাথে আরও জড়িত আশ্রয়দাতা সহ অপহরণ সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গুরুত্বপূর্ণ লোমহর্ষক তথ্যের বর্ণনা দিয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও জানা যায় দেলুর বিরুদ্ধে ডাকাতি, অপহরণসহ আরও ৪টি নিয়মিত মামলা রয়েছে। সে গ্রেফতার এড়াতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন এতো দিন। আইনি কার্যক্রম শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় ওই কর্মকর্তা।
বিবার্তা/পুণ্য বর্ধন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]