
নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে এমভি মৌমনি নামে একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।
২৫ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে দ্বীপ উপজেলা হাতিয়ার পূর্ব দিকে ভাসান চরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জাহাজের ১২ নাবিক নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছেন হাতিয়ার নৌ পুলিশের ইনচার্জ মো. মেহেদী জামান।
হাতিয়ার নৌ পুলিশের ইনচার্জ মো. মেহেদী জামান গণমাধ্যমকে বলেন, ওই জাহাজের নাবিকেরা ডুবে যাওয়ার পূর্বক্ষণে ৯৯৯ এ ফোন করে তাদেরকে উদ্ধারের জন্য সাহায্য চায়। এবং পরে ৯৯৯ থেকে আমাকে কল করা হয়। আমি সঙ্গীয় নৌ পুলিশ নিয়ে প্রচণ্ড স্রোতের মধ্যে কার্গো জাহাজের নাবিকদেরকে উদ্ধারের জন্য চেষ্টা করি। কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার অভিযান বন্ধ করে আমরা চলে আসতে বাধ্য হই। এখন পর্যন্ত নিখোঁজ নাবিকদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মোহাম্মদ ওহায়েদুল ইসলাম নামে জাহাজের মালিক পক্ষের একজন মোবাইলে জানান, বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। ডুবে যাওয়ার প্রকৃত কারণ জানা যায়নি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]