সুবিধাবঞ্চিত ১২০ পরিবারের পাশে দাঁড়ালো সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ১৭:১৭
সুবিধাবঞ্চিত ১২০ পরিবারের পাশে দাঁড়ালো সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সুবিধাবঞ্চিত ১২০ পরিবারের মাঝে বিশেষ বিশেষ মানবিক সহায়তা প্রদান করেছে সিন্দুকছড়ি জোন।


২৫ এপ্রিল, বৃহস্পতিবার এ জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন জালিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সহায়তা তুলে দেয়া হয়।


এতে গরিব অসহায় পরিবারের মাঝে ঘর নির্মাণে ঢেউটিন, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা, শাড়ি, চার্জার ফ্যান, স্থানীয় ক্লাব ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী ইত্যাদি তুলে দেয়া হয়।


এসব সহায়তা তুলে দেন, সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি. জি।


সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে বসবাসের পরামর্শ দিয়ে জোন কমান্ডার বলেন, এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখা দলমত নির্বিশেষে সকলের দায়িত্ব। এর জন্য প্রয়োজন সকলের সহযোগিতা।


তাই স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।


জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই জোন।


বিবার্তা/মামুন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com