
বৈশাখের তীব্র দাবদাহে পুড়ছে নোয়াখালী পুরো জেলা। জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। হুমকির মুখে ফল ও ফসলি জমি। এই খরা থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে তওবা, ইস্তিসকার নামাজ ও দোয়া করেছেন এলাকাবাসী। এ সময় বৃষ্টির পানির জন্য চোখের পানি ফেলেন প্রায় ৫ শতাধিক মুসল্লি।
২৫ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী পিটিআই মাঠে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি দোয়া পরিচালনা করেন আল্লামা জাফর উল্যা।
ইস্তিসকার নামাজ পরিচালনা করেন মুফতি শাহাদাত হোছাইন জাফরী।
জানা গেছে, দুপুরে উপজেলার নোয়াখালী পৌরসভার পিটিআই মাঠে খোলা আকাশের নিচে মুসল্লিরা সালাতুল ইস্তিসকার নামাজ ও দুই হাত উল্টে ঘণ্টাব্যাপী দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শত শত মুসল্লি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহ কাছে মোনাজাত করেন।
আল্লামা জাফর উল্যা বলেন, অনাবৃষ্টির কারণে নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ মিলে ইস্তিসকার নামাজ আদায় করেছি। আল্লাহর কাছে দোয়া করেছি এ এলাকায় রহমতের বৃষ্টি দিয়ে যেন পরিপূর্ণ করে দেন। অনাবৃষ্টির কারণে মানুষ, ফসলি ক্ষেত, ফসলসহ পশুপাখিরা অনেক কষ্টে আছে।
বিবার্তা/সুমন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]