
ঝিনাইদহের পাঁচ মাইল নামক স্থানে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত হয়েছে। সেই সাথে ইজিবাইকের আরো তিন যাত্রী আহত হয়েছে।
২৫ এপ্রিল, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঝিনাইদহের পাঁচ মাইল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিয়মিত ট্রিপ অনুযায়ী ইজিবাইকটি ঝিনাইদহ শহর থেকে হাটগোপালপুরে যাচ্ছিল। পথিমধ্যে পাঁচ মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পুর্বাশা পরিবহন এর একটি বাসের সাথে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু হয় এবং ইজিবাইকের তিন যাত্রী আহত হয়। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন জানান, ঘাতক বাস চালক ও হেলপারকে আটক করার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ইজিবাইক চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]