
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের ধাক্কায় মমতা বেগম (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।
২৪ এপ্রিল, বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার খানপাড়া হরিসভা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমতা ওই এলাকার মৃত বদির উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মমতা বেগম দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কানেও শুনতেন কম। রেললাইনে হাঁটার সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ট্রেনের ধাক্কায় মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পান তিনি। এ সময় মমতা রেললাইনের পাশে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পাশে থাকা স্থানীয় লোকজন এ নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখতে পেয়ে তার পরিবারের সদস্যদের ও পাটগ্রাম থানায় খবর দেন।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ট্রেনে কাটা পড়ে মোছা. মমতা বেগম নামে একজনের মৃত্যুর খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ব্যপারে প্রয়োজনীয় আইননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]