
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে নেমে দুই জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেরা হলেন- চকরিয়ার পূর্ব বড় ভেওলা এলাকার ৫নং ওয়ার্ডের ইদ্রিস মিয়ার ছেলে মনছুর আলম (২১) ও একই এলাকার ৭নং ওয়ার্ডের আব্দুস সালামের ছেলে মো. মুবিন (১৮)।
২৪ এপ্রিল, বুধবার সকালে চকরিয়া বেতুয়া বাজার ব্রিজ সংলগ্ন মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে তারা দুজন মাছ ধরতে নদীতে নামেন। নদীর স্রোতের কারণে তারা তলিয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগেও এই নদীতে মাছ শিকারে নেমে পানির স্রোতে অনেকের মৃত্যু হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাছ শিকারে নদীতে নেমে দুই জেলে নিখোঁজ হন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পাননি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। এছাড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ চলছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]