
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টর চাপায় মঞ্জিলা বেগম (২৭) নামে এক পথচারী নিহত হয়েছেন।
২৩ এপ্রিল, মঙ্গলবার দুপুর ২ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার দুর্গাপুর বৈঠাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জিলা বেগম উপজেলার দুর্গাপুর গ্রামের সাহারুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে বৈঠাখালি এলাকায় মহাসড়ক পারাপার হচ্ছিলেন মঞ্জিলা। এসময় রাস্তার অন্যপাশ থেকে আসা বালুবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে।
বিবার্তা/খালেক/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]