
নীলফামারীর কিশোরগঞ্জে গ্রেনেড, মাইন, থ্রি-নটথ্রি রাইফেল, মর্টারসেল ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারনা, অস্ত্রগুলো দেশে মুক্তিযুদ্ধের সময়ের।
সোমবার (২২ এপ্রিল) রাতে তিস্তা সেচ ক্যানেল সংলগ্ন বাজেডুমরিয়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ভেকু দিয়ে ওই বাঁশঝাড়ের ভেতর গর্ত খুড়ে ট্রলীতে করে মাটি নিয়ে যাচ্ছিল। এ সময় বাজেডুমরিয়া গ্রামের সিয়াম (১২), সিট রাজিব গ্রামের আপেল (১৬) ওই গর্তে পলিথিন মোড়ানো প্যাকেট দেখতে পান। সেই পলিথিন থেকে ১টা আর্জেস গ্রেনেড, কাট ও বাট বিহীন থ্রি-নট থ্রি রাইফেল ১টা, ভাঙা মর্টারসেল ১টা, মাইন ২টা ও ম্যাগজিন ১টা বাড়িতে নিয়ে যান। পরে কিশোরগঞ্জ থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থল ঘিরে রাখা হয়।
কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার অস্ত্রগুলো পুলিশ প্রহরায় রাখা হয়েছে। এসব অস্ত্র মুক্তিযুদ্ধের সময়কার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিডিমূলে পরিত্যক্ত অস্ত্রগুলো জব্দ করে নিস্ক্রিয় ও সংরক্ষণ করা হবে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]