
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে এক পল্লী চিকিৎসকসহ দুইজনকে অপহরণ করা হয়েছে।
টেকনাফের বাহারছড়া শামলাপুর-হোয়াইক্যং সড়ক থেকে রবিবার রাত ৯টায় তাদের অপহরণ করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি।
অপহৃত পল্লী চিকিৎসক জহির উদ্দিন (৫২) উখিয়ার থাইংখালী এলাকার মাওলানা জাকের হোসেনের ছেলে।
তবে আরেকজনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।
অপহরণের শিকার জহির উদ্দিনের ছোট ভাই কমরুদ্দিন মুকুল বলেন, তার ভাই শাপলাপুর এলাকায় চেম্বার শেষ করে সিএনজি চালিত অটোরিকশা বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে একজন যাত্রীও ছিল।
“পথে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে তাদের দুজনকে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। পরে অটোরিকশার চালক বিষয়টি পরিবারকে জানায়। এরপর ফোনে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।”
ওসি গণি বলেন, পল্লী চিকিৎসক জহিরের পরিবার মুক্তিপণ চাওয়ার বিষয়টি জানিয়েছেন।
তাদের উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
বিবার্তা/ফরহাদ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]