নোয়াখালীতে বৈশাখি মেলায় মঞ্চস্থ হলো নাটক ‘বর্ণচোরা’
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ১৯:১৯
নোয়াখালীতে বৈশাখি মেলায় মঞ্চস্থ হলো নাটক ‘বর্ণচোরা’
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে নোয়াখালী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বৈশাখি মেলার শেষদিনে স্বজন কালচারাল ক্লাবের পরিবেশনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘বর্ণচোরা’ মঞ্চায়িত হয়েছে।


শনিবার (২০ এপ্রিল) রাত ৯টায় বিজয় মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলা শাখার আয়োজনে বৈশাখি মেলার শেষদিনে গাজী মো. আমিনুল ইসলাম ভূঁঞা (গাজী রুবেল) এর নির্দেশনা ও পরিচালনায় মঞ্চস্থ হলো অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘বর্ণচোরা’।


"স্বজন কালচারাল ক্লাবের ৮৩ তম পরিবেশনায় ‘বর্ণচোরা’ নাটকটির ৪র্থ মঞ্চায়ন। এবার ‘বর্ণচোরা’ নাটকে অভিনয় করেছেন গাজী রুবেল, সাথী ভেরুনিকা, মিজানুর রহমান বদি, শফিক স্যার, জহিরুল ইসলাম দুখু, রতন মল্লিক, বাবলু, বিপ্লব। অন্যান্য কলাকৌশলী হলেন সালাউদ্দিন, ঐশী এবং ক্যামেরায় ছিলেন জুয়েল।


পরে নাটকের শিল্পী কলাকৌশলীকে ধন্যবাদ জানান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশরসহ নেতৃবৃন্দ।


বিবার্তা/ইকবাল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com