১০ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলে গ্যাস সরবরাহ স্বাভাবিক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ১৩:১০
১০ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলে গ্যাস সরবরাহ স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসের ঘাটুরাস্থ মিটারিং এন্ড রেগুলেটরি স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় রবিবার রাত ১টা থেকে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদরের একাংশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ২ উপজেলার প্রায় ১৪ হাজার গ্যাস গ্রাহক চরম বিপাকে পড়ে।


মেরামত শেষে আজ সোমবার সকাল ১১ টা থেকে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ পুনরায় চালু হয়।


বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শাহ আলম জানান, গত রাত ১টা থেকে যান্ত্রিক ত্রুটির কারণে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদরের একাংশে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে ২ উপজেলার আবাসিক ও বাণিজ্যিক ১৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘটনার পর মেরামত শেষে পুনরায় এ লাইনে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।


বিবার্তা/নিয়ামুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com