
সাবেক ভূমিমন্ত্রী বর্তমান ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাইফুজ্জামান চৌধুরী'র পিএস হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
১৭ এপ্রিল (বুধবার) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত নিয়োগ-সংক্রান্ত এ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাইফুজ্জামান চৌধুরী যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মারুফ হাসান কে একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
জানা যায়, হাসান মারুফের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের আহসানিয়া পাড়ার মোহাম্মদ আলী সাহেবের বাড়ি।
তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ব্যক্তি জীবনে সহধর্মিণী নুসরাত নাহার ও একমাত্র কন্যা মিফতাহুল জান্নাতকে নিয়ে সুখী সংসার তাঁর।
তিনি প্রশাসন ক্যাডারে যোগদান করেন ৩৩ তম বিসিএসে। ২০১৪ সালের ৭ আগস্ট তিনি সহকারী কমিশনার হিসেবে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় ও পরবর্তীতে হবিগঞ্জ ডিসি অফিসে যোগদান করেন। ২০১৭ সালে আবার ভূমি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
২০১৮ সালে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৯ সালের ৪ এপ্রিল ডেমরা সার্কেল এর এসিল্যাণ্ড ছিলেন।
২০১৯ সালের নভেম্বর মাসে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। ২০২০ সালের ২১ জুলাই ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগ কার্যালয়ে ন্যস্ত হন। একই বছরের ২৩ জুলাই গৌরীপুর উপজেলায় ইউএনও পদে যোগদান করেন।
এ সময় প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠত্বের বিচারে ময়মনসিংহ বিভাগেও শ্রেষ্ঠ হয়েছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় নির্বাচন করা হয়।
পরে ২০২৩ সালের ৫ জানুয়ারি তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।
বিবার্তা/জাহেদ/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]