
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ এপ্রিল, শনিবার বিকেল সোয়া ৫টায় দৌলতপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির নবনির্বাচিত সভাপতি উপাধ্যক্ষ আবু সাঈদ মো. আজমল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম, সহ-সভাপতি এস এম ওয়াজেদ আলী, মো. জুলহাস উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, সদস্য মো. রাজু আহমেদ, মোছা. ফারজানা ববি লিনা, মো. আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা ও তানিয়া খাতুন।
সভায় দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুল পর্যায়ে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, সভা-সমাবেশ, পথসভা, পদযাত্রা, মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করার সিদ্ধান্ত হয়।
এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলিতে অংশ নেওয়ারও সিদ্ধান্ত হয়।
দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদের পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে সভার কার্যক্রম শুরু হয়। এরপর পরিচিতি পর্ব শেষে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম।
বিবার্তা/শরীফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]