
সাতক্ষীরার কলারোয়ায় স্বামী আজহারুল ইসলামের লিঙ্গ কেটে আত্মহত্যা করেছেন তার দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুন।
পারিবারিক কলহের জের ধরে শনিবার (২০এপ্রিল) ভোররাতে কলারোয়ার পাঁচপোতা গ্রামে এ ঘটনা ঘটে। আজহারুল ইসলাম পাঁচপোতা গ্রামের বাসিন্দা।
কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঝর্না আজহারুলের ছোট স্ত্রী। সম্প্রতি প্রথম স্ত্রীকে নিয়ে ঝর্ণা খাতুনের সাথে আজহারুল ইসলামের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। শনিবার রাতে আজহারুল ইসলামকে ভাতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয় ঝর্ণা। পরে ঘুমন্ত স্বামী আজহারুল ইসলামকে হাত-পা বেঁধে তার লিঙ্গ কেটে নেয়। একপর্যায় ঝর্ণাও ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে।
ভোররাতে ঘটনা জানাজানি হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা অবনতি হলে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজের রেজিস্ট্রার ডাক্তার মানস কুমার জানান, হাসপাতালে ভর্তি হওয়ার আগে ঝর্না মারা যায়। আর আজহারুলের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিবার্তা/সেলিম/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]