
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় আগুনে প্রায় ১২ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়েছে।
১৯ এপ্রিল, শুক্রবার বিকেলে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ ব্রিজপাড়ায় মাথাভাঙ্গা নদীর পাড়ে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও ক্ষাতিগ্রস্থ পান চাষীরা জানান, শুক্রবার বিকেলে হঠাৎ করে পানবরজে আগুন দেখতে পেয়ে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রৌদ্রের তীব্র প্রখরতার কারণে আগুন নিয়ন্ত্রণ করতে এলাকাবাসী ব্যর্থ হয়ে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দী ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
তবে আগুন নিয়ন্ত্রণ হলেও ১০ জন চাষীর প্রায় ১২ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। এদের মধ্যে রয়েছেন গাংনী উপজেলা কাজিপুর গ্রামের নাড়ুর ছেলে তোজাম্মেল হক ও মৃত ইদ্রিস আলীর ছেলে আক্তার হোসেনের পানের বরজ।
এছাড়া দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের মৃত খবির উদ্দীনের ছেলে পল্টু ও মৃত আবুল কাশেমের ছেলে সোনারুল ইসলাম, মনিরুল ইসলাম, জিয়ারুল ইসলাম ও ইয়ারুল ইসলাম এবং একই এলাকার আনারুলের ছেলে সাদ্দাম হোসেন ও মৃত জান বক্সের ছেলে মানিক হোসেনের পানের বরজ।
বামুন্দি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. ইসাহাক আলী বিশ্বাস জানান, দৌলতপুর উপজেলার ধর্মদহ ব্রিজপাড়ায় আগুনে প্রায় ১২ বিঘা জমির পানবরজ পুড়ে গেছে। এলাকাবাসীর ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিড়ি বা সিগারেটের আগুন থেকেই পান বরজে আগুনের সূত্রপাত হয়েছে।
বিবার্তা/শরীফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]