
গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামাদিসহ ৩ জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নিদের্শনায় পলাশবাড়ী থানা এলাকাকে জুয়ামুক্ত করার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই পরিমল চন্দ্র রায় ও এসআই মোহাম্মদ মুরাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের গনেশপুর বাজার এলাকায় কলাবাগানে এ অভিযান পরিচালনা করে। এসময় ডাব্বু জুয়ার সরঞ্জামাদিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের মৃত দুলা মন্ডলের ছেলে শ্রী বিপুল মন্ডল (৩১), পৌরশহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আব্দুল মালেক মিয়া (৩৮) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কাদিমনগর গ্রামের মৃত প্রিয়নাথ দাসের ছেলে শ্রী দীলিপ চন্দ্র দাস (৫৫)।
থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে কোর্ট হাজতে প্রেরণ করাসহ থানায় একটি নিয়মিত মামলা (নং-১৭, তাং-১৮/০৪/২০২৪) দায়ের করা হয়েছে। অত্র এলাকায় সব ধরনের অপরাধ নিবারণকল্পে থানা পুলিশের গ্রেফতারি অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/খালেক/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]