
খাগড়াছড়ি পানছড়ি উপজেলাতে চেঙ্গি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাদিয়া আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
১৮ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে পানছড়ির মোহাম্মদপুর এলাকায় চেঙ্গি নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাদিয়া মোহাম্মদপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, সাদিয়া তার মামা, মামি এবং মামাত ভাইবোনসহ চেঙ্গি নদীতে গোসল করতে নামে। হঠাৎ নদীর গভীর স্রোতে পরে যায় সাদিয়াসহ তিন ভাই-বোন। তাৎক্ষণিক স্থানীয়রাসহ তার মামা তিনজনকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করে।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বিদুর্ষী চাকমা জানান,পানিতে পরে যাওয়া তিন শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সানজিদা ইসলাম (৬) নামে অপর এক শিশু চিকিৎসাধীন রয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]