রাঙ্গামাটিতে পৃথক বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ১৬:৫০
রাঙ্গামাটিতে পৃথক বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাঙ্গামাটির লংগদু ও বরকল উপজেলায় পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।


১৮ এপ্রিল, বৃহস্পতিবার দিবাগত রাতে কালবৈশাখি ঝড়সহ বজ্রপাতের সময়ে দুজনই ঘরের ভেতরেই মারা যান।


স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার লংগদু উপজেলার লংগদু সদর ইউনিয়নের ভাইবোনছড়া এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে কালবৈশাখি ঝড়ের সময় বজ্রপাতের ঘটনায় আয়েশা সিদ্দিকা (১৩) নামের এক কিশোরী গুরুতর আহত হয়। পড়ে তাকে উদ্ধার করে স্বজনরা লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আয়েশার সঙ্গে থাকা আরও তিনজন আহত হন।


আহতরা হলেন, আয়েশা সিদ্দিকার মা তাজেনুর বেগম, নানী হাজেরা বেগম এবং খালাতো বোন জেসমিন আক্তার। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।


জানা গেছে, নিহত আয়েশা সিদ্দিকা ময়মনসিংহ থেকে তার মামা জাকির খাঁর বাড়ি লংগদুতে তিন মাস আগে বেড়াতে আসে। জাকির খাঁ চাষাবাদের জন্য বিলে অস্থায়ী ঝুপড়ি ঘরে বসবাস করতেন। বজ্রপাতের সময় নিহত কিশোরী আয়েশা সিদ্দিকা ও আহত তিনজন ওই ঘরে অবস্থান করছিলেন।


লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মামুন বলেন, বজ্রপাতের সময় জ্ঞান হারায় আয়েশা সিদ্দিকা, পরে আর জ্ঞান ফিরে আসেনি। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। আহতরা সবাই শঙ্কামুক্ত আছেন, প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।


এদিকে, রাঙামাটির বরকল উপজেলায় বজ্রপাতে জটিলা চাকমা (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে উপজেলার ভুধছড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।


নিহত জটিলা চাকমা উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ভুধছড়া গ্রামের বাসিন্দা প্রমোদ কানু চাকমা (কানু) স্ত্রী।


স্থানীয়রা জানান, বুধবার রাতে তার ছোট মেয়ে ও নাতনিসহ ঘুমাতে বিছানায় শুয়ে পড়েন। এই সময় হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এতে বজ্রপাতে তিনি মারা যান। তবে সাথে থাকা তার ছোট মেয়ে ও নাতনি কাকতালীয়ভাবে প্রাণে বেঁচে যান।


নিহতের স্বামী প্রমোদ কানু চাকমা জানান, রাতে হঠাৎ বজ্রপাত ও ঝর বৃষ্টি শুরু হয়। এসময় আমি খাটের ওপর ঘুমিয়ে পড়েছিলাম আর আমার স্ত্রীও তার মেয়ে ও নাতনি সহ মাটিতে বিছানা করে ঘুমিয়ে পড়ে। এরপর হঠাৎ আচমকা বাড়ির ছাদে বজ্রপাত হলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে। পরে তার গুরুতর অবস্থা দেখে নিকটস্থ বরকল সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com