
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১৬ এপ্রিল, মঙ্গলবার রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আবদুল আলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার, মো. জাফর উল্লাহ ভুঞা ও হুমায়ুন কবির (স্বতন্ত্র)।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন সাবেক ভাইস চেয়ারম্যান অনিল বণিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুল হক কালা, এডভোকেট সাইফ উদ্দিন মজুমদার শাহীন, আবদুর রহিম পাটোয়ারী ও পরিমল চন্দ্র রায়।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, সাজেদা আক্তার ও মাহফুজা আক্তার।
জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল, বাছাই হবে ১৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল ও প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। আগামী ৮ মে ভোট গ্রহণ হবে।
বিবার্তা/মনির/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]