নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার ট্রাকচালককে জরিমানা
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০০:৪০
নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার ট্রাকচালককে জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ট্রাকচালকদের জরিমানা করা হয়েছে। মহাসড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং করার দায়ে এই জরিমানা করা হয়।


শুক্রবার (১৬মে) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার সেলিনা ফিলিং স্টেশন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।


এসময় ঝিনাইদ জেলার নিশ্চিন্তপুর গ্রামের- ট্রাকচালক আলাল উদ্দিন, চুয়াডাঙ্গা জেলার সদরগঞ্জ গ্রামের-বদরউদ্দিন, কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গা গ্রামের- আব্দুল মান্নান বাবু ও যশোর অভয়নগরের সিরাজুল ইসলামকে মহাসড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং করার দায়ে সড়ক পরিবহন আইন অনুযায়ী তাদের এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।


উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম।


সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, সড়ক দখল, যানজট ও দুর্ঘটনা রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/মনিরুজ্জামান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com