
নড়াইলের লোহাগড়া উপজেলার চাঞ্চল্যকর টোকন মীর হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসা্মি আঃ রাজ্জাক মীর (৬১)কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৬ মে) ভোর রাতে মাদারীপুর সদর থানার উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আঃ রাজ্জাক মীর লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের মৃত বিলায়েত মীরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই গৌতম, এসআই আলীর নেতৃত্বে এবং মাদারীপুর পুলিশ অভিযান চালিয়ে রাজ্জাক মীরকে মাদারীপুর সদর থানার উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে শুক্রবার (১৬ মে) ভোর রাতে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, গত ৭ মে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে রাজ্জাক মীর ও তার চাচাতো ভাই টোকন মীরের পরিবারের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজ্জাক মীর ও তার ছেলেরা দেশীয় অস্ত্র দিয়ে টোকন মীরকে কুপিয়ে আহত করে। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ দারা খান শুক্রবার বিকালে বলেন, অল্প সময়ের মধ্যে টোকন হত্যাকাণ্ডের এজাহার ভুক্ত আসামি রাজ্জাক মীরকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিবার্তা/শরিফুলএসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]