
কুষ্টিয়ার মিরপুরে গুলিতে ভ্যানচালক সহ ২জন আহত হয়েছেন।
১৩ এপ্রিল, শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিতে আহত একই গ্রামের হাসেম কাজী (৫৫) ও ভ্যাচালক রেজাউল ইসলাম (৪৩)। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মিরপুর থানা পুলিশ ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান আতাহার আলীসহ ২জনকে জিঞ্জাসাবাদের জন্য আটক করে থানায় নিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে হাসেম কাজীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিতে হাসেম কাজী ও পথচারী ভ্যানচালক রেজাউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
গুলি ও আটকের বিষয়ে মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান গুলিতে দু জন আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিঞ্জাসাবাদের জন্য ইউপি চেয়ারম্যান আতাহার আলীসহ ২জনকে থানায় নেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
বিবার্তা/শরীফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]