
নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারণা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি মনিরা বেগম (৪০)-কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি মনিরা বেগম লোহাগড়া পৌরসভার রাজুপুর গ্রামের রিপন শেখের স্ত্রী।
পুলিশ সুত্র জানা গেছে, শুক্রবার (১২এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শাকের আলী সঙ্গীয় ফোর্সসহ রাজুপুর গ্রামের অভিযান চালিয়ে মনিরা বেগমকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় শুক্রবার বিকালে বলেন, প্রতারণা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি মনিরা বেগমকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/শরিফুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]