
যথাযোগ্য মর্যাদায় ঝিনাইদহে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
১১ এপ্রিল, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জেলা কেন্দ্রীয় ঈদগাহ উজির আলী স্কুল মাঠ প্রঙ্গণে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয় ।
ঈদের নামাজের ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব শায়খ মো. সাইদুর রহমান। এতে কয়েক হাজার মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাংসদ নাসের শাহরিয়ার জাহেদি মহুল, জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু প্রমুখ।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় কোটচাঁদপুর কামিল মাদরাসা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায় করান, কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা বাহারুল ইসলাম। নামাজে ফিলিস্তিনসহ মুসলিম উম্মাহর শান্তি কামনা, দেশ ও জাতির মঙ্গলের জন্য মোনাজাত করা হয় ।
বিবার্তা/রায়হান/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]