
নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণার অভিযোগে যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে সাড়ে ২৮ লাখ টাকাসহ প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৯ এপ্রিল, মঙ্গলবার রাতে উপজেলার কুলবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, পাবনার বেড়া উপজেলার রুপপুর গ্রামের আমিনুল ইসলাম (৪২), ঝিনাইদহ শহরের ওয়ারলেস পাড়া সিদ্দিকিয়া সড়কের মোস্তফা জামাল (৫১), চাঁদপুরের মতলব উপজেলার এখলাছপুর গ্রামের এসএন গোলাম কিবরিয়া (৪৪) ও মঞ্জুরুল আলম (৩২), চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজার এলাকার বিথি (২৮), বরিশালের মেহেন্দীগন্জ উপজেলার চারাতলা গ্রামের রিপন খান (৩৮) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার বড়ালী গ্রামের নাজমুল ইসলাম (৩৩)।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, ডিবি পুলিশের একটি টিম ঝিকরগাছা থানা এলাকায় টহল ডিউটি করাকালীন মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কুলবাড়িয়া চাররাস্তার মোড়ে জনৈক কোরবান আলী জানায়, নকল স্বর্ণের বার সদৃশ্য বস্তু দেখিয়ে প্রতারণা করে ৫০ হাজার টাকা নিয়ে অজ্ঞাতনামা ছয় জন লোক মাইক্রোবাসে করে সুইচগেটের দিকে চলে গেছে।
এমন অভিযোগের ভিত্তিতে ডিবির টিম অভিযান পরিচালনা করে। এদিন রাত সাড়ে ৮টার দিকে ঝিকরগাছার কুলবাড়িয়া টু বাগআঁচড়াগামী সুইচগেটে সংলগ্ন ওজিয়ার মেম্বারের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর হতে মাইক্রোবাস, নগদ ২৮ লাখ ৫০ হাজার টাকা ও তিনটি নকল স্বর্ণের বার সদৃশ্য বস্তু উদ্ধারসহ সাতজন আসামিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কোরবান আলী ওরফে মোরশেদ বাদী হয়ে ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করে।
তিনি আরও জানান, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা সংঘবদ্ধ প্রতারক চক্র, তারা দেশের বিভিন্ন জেলায় নকল স্বর্ণের বার সদৃশ্য বস্তু দেখিয়ে টাকা আত্মসাৎ করতো।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]