কিশোরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ২২:১৪
কিশোরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরমান (১০) ও তন্ময় (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।


৯ এপ্রিল, মঙ্গলবার দুপুরে উপজেলার সাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে।


শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি বলেন, দুপুরের দিকে শিশু আরমান ও তন্ময় একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। তারা সাঁতার না জানায় একপর্যায়ে পানিতে ডুবে যায়। পুকুরের পাড়ে থাকা অপর এক শিশু দেখতে পেয়ে ডাক-চিৎকার করলে অন্যরা এগিয়ে আসে। পরে পুকুরে অনেক খুঁজাখুঁজি করে দুজনকেই উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com