
নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি মোল্যা আল মামুন বাবুল (৫৪)কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি বাবুল ইতনা ইউপির ইতনা দক্ষিণপাড়া গ্রামের মৃত হাজী আব্দুল মমিন উদ্দিন মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৯ এপ্রিল, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই সুজিত সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বাবুলকে ইতনা দক্ষিণপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কান কুমার রায় বলেন, সাজাপ্রাপ্ত আসামি বাবুলকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]