কালীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে পৌর যুবলীগের আহ্বায়কসহ আহত ৮
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ২২:৪৮
কালীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে পৌর যুবলীগের আহ্বায়কসহ আহত ৮
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে পৌর যুবলীগের আহ্বায়কসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।


৮ মার্চ, সোমবার রাত সাড়ে ৭টার দিকে শহরের নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


এসময় দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আহতদের মধ্যে তিনজনকে যশোরে রেফার্ড করা হয়েছে।


আহতরা হলেন পৌর যুবলীগের আহ্বায়ক শফিকুজ্জামান রাসেল, আক্তার হোসেন, শিপন হোসেন, আশরাফুল ইসলাম, সজিব হোসেনসহ ৮ জন। এরমধ্যে তিনজনকে যশোরে রেফার্ড করা হয়েছে।


স্থানীয়রা জানায়, নদীপাড়া এলাকার লোহার পুরাতন জিনিসপত্র ক্রয়-বিক্রয় করা হয়। বিকেলে এলাকার এক শিশু দোকানের জিনিসপত্র নষ্ট করছিল। এসময় দেলোয়ার হোসেনের ছেলে সজীব ওই শিশুকে ধমক দিয়ে পাঠিয়ে দেয়। এ ঘটনার পর মাগরিবের নামাজ পড়ে ফেরার পথে সজিব হোসেনকে পিটিয়ে জখম করে কয়েকজন যুবক। পরে এ বিষয়টি জানতে পেরে এলাকার কয়েকজনকে সাথে নিয়ে ওই দোকানে যায় পৌর যুবলীগের আহ্বায়ক শফিকুজ্জামান রাসেল। সেখানেও বাগবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।


সংঘর্ষে দুপক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আতঙ্ক ছড়ানোর জন্য ফেলে রাখা দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।


বিবার্তা/রায়হান/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com