
খুলনার ফুলতলায় গ্যাসবাহী লরির চাকায় পিষ্ট হয়ে মো. সোহেল (৪৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
৮ এপ্রিল, সোমবার সকালে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সোহেল বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শিয়ালদা গ্রামের আফজাল শেখের ছেলে এবং যশোর কৃষি গবেষণা ইনস্টিটিউটে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল পৌনে নয়টার দিকে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে খুলনাগামী মটর সাইকেল (যশোর হ-১৪-৯১৭৬) কে পিছন দিক থেকে গ্যাসবাহী লরি (ঢাকা মেট্রো ঢ-৮১-০৪৩৪) ধাক্কা দিলে মটরসাইকেল আরোহী সোহেল ছিটকে পড়ে ও লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ফুলতলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/তুরান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]