
ঈদুল ফিতর উপলক্ষ্য খুলনায় বিএনপি ৩৫০ সমর্থক ও নেতাকর্মীদের পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৭ এপ্রিল, রবিবার সকাল ১১ টায় ঈদ সামগ্রী বিতরণ করেন বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনা-৩ আসন ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল।
বিগত আন্দোলনের সময়ে মামলায় দীর্ঘদিন কারারুদ্ধ, বিভিন্ন সময় হামলা-মামলার শিকার, মৃত্যুবরণকারী ও খুলনায় চলমান আন্দোলনে কারাবন্দি ৩৫০ পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
খুলনা মহানগরের খালিশপুর থানা যুবদল নেতা নাজমুল হাসান বাবু (দীর্ঘ ৪ মাস কারারুদ্ধ) পরিবারের মাঝ ঈদ উপহার ও নগদ অর্থ প্রদানের মাধ্যম এই কার্যক্রমের সূচনা হয়। এরপর খালিশপুর থানার যুবদল নেতা রাসেল ও দৌলতপুর থানার যুবদল নেতা ফয়েজ আহমদ দিপুর পরিবারের কাছে উপহার পৌঁছে দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, শেখ সাদী, শেখ জাহিদুল ইসলাম, মুরশিদ কামাল, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হাসন, শাহিনুল ইসলাম পাখি, শেখ মাষ্টার জয়নাল আবদীন, মুজিবর রহমান, মশিউর রহমান খাকন, জাহিদুর রহমান রিপন, জাহিদুল ইসলাম বাচু, শামিমুর রহমান শামীম, আলাউদ্দিন তালুকদার, খোসনুর রহমান জনি প্রমুখ।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]