
খুলনার রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজের দুইজন নিখোঁজ হয়েছেন।
৭ এপ্রিল. রবিবার দুপুরে রূপসা নদীতে এ ঘটনা ঘটে।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ দুইজন হলেন, জাহাজের বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত।
খবর পেয়ে নৌ পুলিশ, রূপসা থানা পুলিশ ও কোস্ট গার্ডের পৃথক তিনটি টিম রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে। নদীতে জোয়ার থাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান এখনো শনাক্ত করা যায়নি। এ ছাড়া তল্লাশি চালিয়ে নিখোঁজ দুইজনের সন্ধানও মেলেনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. হাসান গণমাধ্যমকে বলেন, দুপুর ১২টার দিকে নদীর পাশে বসে ছিলাম। এ সময় হঠাৎ দেখি একটি জাহাজ রূপসা রেলসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। কিছু মানুষ সাঁতরে উঠলেও শুনেছি দুইজন নিখোঁজ রয়েছেন।
জাহাজের ইঞ্জিনের দায়িত্বে থাকা মো. রাজিব বলেন, ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। আমাদের দুইজন নিখোঁজ রয়েছেন।
টিএলএন-১ কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, জাহাজটি মংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে এক হাজার ১৪০ টন টিএসপি সার নিয়ে নওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রেলসেতুর পিলারে ধাক্কা লাগে। এতে দ্রুত জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত নিখোঁজ হন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]