
নড়াইলের অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গ্রেফতারকৃতরা কালিয়া থানা পুলিশ। তারা হলেন, কালিয়া পেড়লী গ্রামের ইউনুস মুন্সির ছেলে ফিতস মুন্সী (৪২), শীতলবাটি গ্রামের লাল মিয়া শেখ জাকারিয়া শেখ (৩০) ও একই গ্রামের কবির মোল্যার ছেলে জুনায়েত মোল্যা (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৬এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার এসআই আজিজুর রহমান সঙ্গীয় পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের ফিতস মুন্সির বাড়ি অভিযান চালিয়ে ১৯৫ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম উদ্দিন বলেন, এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। রবিবার (৭এপ্রিল) সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে ।
বিবার্তা/শরিফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]