
ভারতের জলসীমায় উদ্ধার হওয়া ২৭ জন জেলে সহ একটি ফিশিং বোট ফেরত দিলো ভারতীয় কোস্ট গার্ড।
৫ এপ্রিল, শুক্রবার মোংলা বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় বোট সহ ২৭ জন জেলেকে তাদের মালিকের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা)।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশি ফিশিং বোট সাগর-২ গত ১ এপ্রিল চট্টগ্রামের কুতুবদিয়া থেকে ২৭ জন জেলে নিয়ে মাছ ধরার জন্য সাগরে যায়। এরপর ৪ এপ্রিল বোটটির ইঞ্জিন বিকল হয়ে তীব্র স্রোতে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা থেকে ভারতের জলসীমায় চলে যায়।
বোটটি ভাসতে দেখে ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ আইসিজিএস আমোঘ বোট সহ ২৭ জন জেলেকে জীবিত উদ্ধার করে।
এরপর আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় গতকাল রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস কামরুজ্জামান এর নিকট হস্তান্তর করে।
পরে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) কর্তৃক বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় জেলে এবং ফিশিং বোট মালিকের কাছে হস্তান্তর করা হয়।
বিবার্তা/জাহিদ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]