
টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিল্টন মিয়া (৪৫) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছে।
৪ এপ্রিল, বৃহস্পতিবার উপজেলা কালিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মিল্টন মিয়া জেলার মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ্বরী গ্রামের মোতাহার মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রাইভেটকার নিয়ে বাড়ি ফেরার পথে কালিয়া বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালক মিল্টন গুরুতর আহত হন। পরে মিল্টনকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম জানান, মিল্টন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এক প্রতিবন্ধীসহ কয়েকদিন আগে ভূমিষ্ঠ হওয়া দুটি শিশু সন্তান রয়েছে।
এ ব্যাপারে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, নিহতের স্বজনদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]