
‘পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই,’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে রাজনৈকি সংগঠন গণসংহতি আন্দোলন’র লামা উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে, রবিবার বিকেলে স্থানীয় কুটুমবাড়ি রেস্টুরেন্টের দ্বিতীয় তলাস্থ হলরুমে সংগঠনের উপজেলা শাাখার মুখ্য সংগঠক আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলা শাাখার নির্বাহী সমন্বয়কারী রিপন চক্রবর্তী প্রধান অতিথি ছিলেন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উপজেলা শাখার যুগ্ন সদস্য সচিব মো. পারভেজ’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলা শাখার প্রচার সম্পাদক সুজর্জ তংচংঙ্গ্যা।
মতবিনিময়কালে প্রধান অতিথি রিপন চক্রবর্তী বলেন, বিগত সরকারের ব্যর্থতায় নাগরিকগন অধিকার বঞ্চিত হযেছেন। বর্তমানে নাগরিকদের অধিকার আদায়ে গণতান্ত্রিক রুপান্তর জরুরি। গণতান্ত্রিক রুপান্তরে গণসংহতি আন্দোলন বদ্ধপরিকর। তিনি আরও বলেন, গণতান্ত্রিক রুপান্তর হলে রাষ্ট্রের নাগরিকগণ তাদের অধিকার পাবে, রাষ্ট্র উন্নত হবে, বিশ্বের গণতান্ত্রিক মডেল রাষ্ট্র হবে।
বিবার্তা/আরমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]