মোরেলগঞ্জে সরকারি খালে বাঁধ ও ঘের দখলের বিচার দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ১৬:৩৬
মোরেলগঞ্জে সরকারি খালে বাঁধ ও ঘের দখলের বিচার দাবিতে মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৬০ বিঘার মৎস্য ঘের দখল ও সরকারি খালে বাঁধ দেওয়ার অভিযোগে অভিযুক্ত নৈশ প্রহরী ইমরান খানের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ভুক্তভোগী জমি মালিকেরা।


৪ এপ্রিল, বৃহস্পতিবার সকালে উপজেলার জিউধরা ইউনিয়নের দক্ষিণ জিউধরা গ্রামের একটি সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে ভুক্তভোগী জমি মালিকেরাসহ এলাকার বিভিন্ন শেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


মানববন্ধন থেকে ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত ৩০ মার্চ সকালে জিউধরা ইউনিয়নের পার্শ্ববতী চন্দনতলা গ্রামের ইউসুফ আলী খানের ছেলে একরামখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী ইমরান খানের নেতৃত্বে ৩০/৩৫ জনের ভাড়াটিয়া বাহিনী তাদের মৎস্যঘেরে হামলা চালিয়ে গৈ-ঘর ভাঙচুর করে এবং ঘেরের বেড়িবাঁধ কেটে দেয়। এতে ঘেরটির প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়। এ সময় ইমরান ও তার লোকজন পার্শ্ববর্তী একটি সরকারি খালে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে দেয়। এতে এলাকাবাসি চরম ভোগান্তিতে পড়ে। এ হামলার ঘটনায় ঘের মালিকদের পক্ষে আসাদুজ্জামান মৃধা বাদি হয়ে ইমরান খানসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইমরান খান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারও জমি জোরপূর্বক দখল করিনি। ওই মৎস্য ঘেরে তাদের ৪০ বিঘা জমি আছে এবং হাড়ির টাকা দিয়ে আরো ১০০ বিঘা জমি ৩ বছরের জন্য দলিল করে নিয়েছি।


খালে বাধ দেওয়ার বিষয়ে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে লিজ নিয়ে খালটিতে বাধ দেওয়া হয়েছে।


বিবার্তা/রাজু/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com