
কুষ্টিয়ার দৌলতপুরে ৮৯ বোতল ফেনসিডিলসহ ২জন মাদককারবারীকে আটক করেছে র্যাব।
৩ এপ্রিল, বুধবার সকাল ৭.৩০টায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ বকুল ইসলাম (২৫) ও আব্দুর রাজ্জাক (৩২) নামে দু’জন মাদককারবারীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা পাকুড়িয়া গ্রামের দবির মন্ডল ও মৃত মুনছার মন্ডলের ছেলে।
র্যাব সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল পাকুড়িয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৮৯ বোতল ফেনসিডিলসহ মাদককারবারী বকুল ইসলাম ও আব্দুর রাজ্জাককে আটক করে। পরে উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ২ লক্ষ ৬৭ হাজার টাকা নির্ধারণ করে মাদক আইনে মামলা দিয়ে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব সূত্র নিশ্চিত করেছে।
বিবার্তা/শরীফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]