অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০২:০৪
অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের হাটহাজারীতে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।


মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে নয়টায় উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ–সংলগ্ন নুরআলী মিয়ারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মো. মিরাজ ও সমিতিরহাট ইউনিয়নের মো. ফারুক। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ।


তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা গেলেও অ্যাম্বুলেন্সটি পাওয়া যায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, নিহত যুবকেরা হাটহাজারীতে আত্মীয়ের বাড়িতে ইফতারি দেওয়ার পর মোটরসাইকেলে ফটিকছড়িতে ফিরছিলেন। হাটহাজারী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নুরআলী মিয়ারহাট বাজার এলাকায় চট্টগ্রামমুখী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।


গুরুতর আহত অবস্থায় রাত ১০টার দিকে তাদের ফটিকছড়ির নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।


মরদেহ দুটি নাজিরহাট হাইওয়ে পুলিশকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আরেফিন আজিম ।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com