
নড়াইলের লোহাগড়া পৌর সভার মশাঘুনী এলাকায় বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মিনহাজ মোল্যা (১৩) নামের একজন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত মিনহাজ মোল্যা পৌরসভার মশাঘুনী এলাকার জিয়া মোল্যার ছেলে এবং লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, ২ এপ্রিল, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মিনহাজ ও তার মামাতো ভাই আলামিন বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে মিনহাজ পুকুরের পানিতে ডুবে যায়। এ সময় আলামিনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে মিনহাজকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, মিনহাজ মোল্যা নামে একজন স্কুল শিক্ষার্থী পুকুরে ডুবে মৃত্যু হয়েছে বলে শুনেছি।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]